লালন ফকির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক সাধকদের মধ্যে অন্যতম।
গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজী
সবই দেখি তানা না না...।
সময়ের কালপর্বে প্রায় দুইশত বছরেরও অধিক পূর্বে নিতান্তই সাধারন এক অজঁ পাড়াগায়ের প্রিয় কুটিরে বসে যে মানুষটি সৃষ্টি করেছেন আত্মদর্শন ও মানবতাবাদী এরকম অসংখ্য পদ আর উপহার দিয়েছেন নতুন এক আধ্যাতিকতা ও আত্মদর্শনের জগৎ, তিনিই ফকির লালন সাঁই।
চরম অস্তিত্ত্ব ও পরম তত্ত্বের সন্ধানী লালন ছেউড়িয়ার আখড়াতেই প্রকাশ করেছিলেন তার ঐশি জ্ঞানের দিব্যবানী। সাইঁজী লালনের সঙ্গীতগুলো চরম জ্ঞানবাদের, দেহ তত্ত্বের ব্যাখ্যা-বিশ্লেষন ও সকল অন্তর্মূখী অবস্থাকে লক্ষ করে বিস্তারিত প্রসঙ্গমূলক সঙ্গীত।
লালন কী জাত সংসারে - ২য় কিস্তি
—————
লালন কী জাত সংসারে - ১ম কিস্তি
—————
মহাত্মা লালন ফকির, কাঙাল হরিনাথ ও তাঁর পত্রিকা “গ্রামবার্তা প্রকাশিকা”
—————
লালন দর্শনে নাড়া শব্দের সার্থক ও বুৎপত্তিগত বিচার বিশ্লেষণ।
—————
The Life and Practice of Lalon Shadhok | A Photofeature by Taslima Akhter
—————
ধুয়া জারির পদকর্তা পাগলা কানাই | আসমান ফকির।
—————
A compilation on Lalon, Bauls, and Mysticism.
—————
লালন এর মহৎ উদ্বেগ | ইমন জুবায়ের
—————
ফরাসি কবি শার্ল বদলেয়ার নন, শিল্পে প্রতীকবাদের পথিকৃৎ লালন | ইমন জুবায়ের
—————