জান গে সেই রাগের করণ।

jate krishno boron holo gour boron, য, Durga, lalon fokir,

 

 

জান গে সেই রাগের করণ

যাতে কৃষ্ণবরণ হলো গৌরবরণ।।

 

শতকোটি গোপী সঙ্গে

কৃষ্ণপ্রেম রসরঙ্গে।

সে যে টলের কার্য নয় অটল না বলয়

সে আর কেমন।।

 

রাধাতে যে ভাব কৃষ্ণের

জানে না তা গোপীগণে।

সে ভাব না জেনে

সে সঙ্গ কেমনে পাবে কোনজন।।

 

শম্ভুরসের উপাসনা

না জানিলে রসিক হয়না।

লালন বলে সে যে নিগূঢ় করণ ব্রজে

অকৈতব ধন।। 

 


দুর্গাঃ