এমন মানব জনম আর কি হবে।

এমন মানব জনম আর কি হবে।

এমন মানব জনম আর কি হবে।

মন যা কর ত্বরায় কর এই ভবে।।
 

অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই

শুনি মানবরূপের উত্তম কিছুই নাই।

দেব দেবতাগণ করে আরাধন

জন্ম নিতে মানবে।।

 

কত ভাগ্যের ফলে না জানি

পেয়েছ এই মানব তরণী।

বেয়ে যাও ত্বরায় তরী

সুধারায় যেন ভরা না ডোবে।।

 

এই মানুষে হবে মাধুর্য্য ভজন

তাইতে মানবরূপ গঠলেন নিরঞ্জন।

এবার ঠকলে আর না দেখি কিনার

অধীন লালন কয় কাতর ভাবে।।

অরুন্ধতি হোম চৌধুরীঃ   নবনিতা চৌধুরীঃ

 

 


comments powered by Disqus