আপন ঘরের খবর নে না

আপন ঘরের খবর নে না

 

আপন ঘরের খবর নে না
অনা'সে দেখতে পাবি
কোনখানে সাঁইর বারামখানা।।

কোমলকোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলিজনা।।

সূক্ষ্মজ্ঞান যার ঐক্য মুখ্য
সাধকেরই উপলক্ষ
অপরূপ তার বৃক্ষ
দেখলে চোখের পাপ থাকে না।।

শুক্লনদীর সুখ সরোবর
তিলে তিলে হয় গো সাঁতার
লালন কয় কীর্তিকর্মার
কীর্তিকর্মার কী কারখানা।।

 

নূর আলমঃ


comments powered by Disqus