জানবো এই পাপী হতে।

jodi esecho gour jib torate, janbo er papi hote, tuntun fokir, biren goshai, Lalon,

 

জানবো এই পাপী হতে

যদি এসেছ হে গৌর জীব তরাতে।।
 

নদীয়া নগরে যত জন

সবারে বিলালে প্রেমরত্নধন।

আমি নরাধম না জানি মরম

চাইলে না হে গৌর আমা পানেতে।।

 

তোমারই সুপ্রেমের হাওয়ায়

কাঠের পুতুল নলিন হয়।

আমি দীনহীন ভজন বিহীন

অপার হয়ে বসে আছি কুপথে।।

 

মলয়া পর্বতের উপর

যত বৃক্ষ সকলই হয় সার।

কেবল যায় জানা বাঁশে সার হয়না

লালন প’লো তেমনি প্রেম শূন্য চিতে।।

 

 

টুনটুন বাউলঃ বিরেন গোঁসাইঃ