কে বানাইলো এমন রঙমহল খানা

কে বানাইলো এমন রঙমহল খানা

 

কে বানাইলো এমন রঙমহল খানা

হাওয়া দমে দেখ তারে আসল বেনা।।

বিনা তেলে জ্বলে বাতি

দেখতে যেমন মুক্তা মতি

জলময় তার চতুর্ভিতি মধ্যে খানা।।

তিল পরিমাণ জায়গা সে যে

হদ্দরূপ তাহার মাঝে

কালায় শোনে আঁধলায় দেখে নেংড়ার নাচনা।।

যে গঠিল এ রঙমহল

না জানি তার রূপটি কেমন।

সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা।।


comments powered by Disqus