সময় গেলে সাধন হবে না।

সময় গেলে  সাধন হবে না।

সময় গেলে সাধন হবে না।
দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।।


জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে।
কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা।।

 
অসময়ে কৃষি করে

মিছামিছি খেটে মরে।
গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না।।


অমাবস্যায় পূর্নিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়।
লালন বলে তাহার সময় দণ্ড রয় না।।

ফরিদা পারভীনঃ    নবনীতা চৌধুরীঃ
ফরিদা পারভীন, গাজী আব্দুল হাকিম যুগলবন্দীঃ (Live)


comments powered by Disqus